ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে আদালত ভবনকে ঘিরে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

প্রকাশিত : ০৯:২৫, ২০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২৫, ২০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে আদালত ভবনকে ঘিরে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নেই পর্যাপ্ত নিরাপত্তাও। সব মিলিয়ে ঝুঁকিতে চট্টগ্রাম আদালত ভবন। এ অবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিরাপত্তা বাড়ানোর দাবী তুলেছেন আইনজীবী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিস্টরা। ব্রিটিশ আমলে চট্টগ্রামের পরীর পাহাড়ে গড়ে তোলা হয় এই প্রশাসনিক ভবন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হচ্ছে জেলা ও মহানগর দায়রা জজ আদালত সহ ৫০টির বেশী আদালতের কার্যক্রম। আইনজীবী, বিচারপ্রার্থীসহ কয়েক হাজার লোকের সমাগম ঘটে প্রতিদিনই। আদালত ভবনে আসা এসব লোকদের নিরাপত্তায় নেই কার্যত কোন উদ্যোগ। বরং আদালত ভবনকে কেন্দ্র করে গড়ে উঠছে বিভিন্ন অবৈধ স্থাপনা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শংকিত আদালত ভবনে আসা বিচারপ্রার্থীসহ আইনজীবীরাও। সুষ্ঠ ও ন্যায় বিচারের স্বার্থে আদালত ভবনের নিরাপত্তা বাড়ানোর দাবী জানিয়েছেন আইনজীবীরা। এ জন্যে সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও বলেছেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো আদালত ভবন সিসি ক্যমেরার আওতায় আনা  প্রয়োজন বলে  মনে করেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে চট্টগ্রাম আদালত ভবনের নিরাপত্তা আরো জোরদার করা হবে, এমনটাই প্রত্যাশা এর সাথে সংশ্লিস্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি