ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আবারও অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ১৩ জুলাই ২০১৮

চট্টগ্রামে আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি ২০০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। স্বস্তি নেই কাঁচা বাজারেও। বেড়েছে সবজি ও মাছের দাম।  

এর ফলে বিপাকে পড়েছেন সাধারন ক্রেতারা। এ অবস্থায় নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা।   

আমদানি করা চালের উপর ২৮ শতাংশ শুল্ক পুনর্বহালের অজুহাতে সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। এর প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের চাল বস্তা প্রতি দেড়শ’ টাকা থেকে ২০০ টাকা বেড়েছে।

কাঁচা বাজারেও প্রায় সব ধরনের সবজির দামে হতাশ ক্রেতারা। পেয়াঁজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা। এছাড়া সব ধরনের মসলার দামও বাড়তি।  

মৌসুমের নতুন সবজি হওয়ায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমার আশা করছেন তারা।  

বাজারে সামুদ্রিক মাছ কম থাকায় এ সপ্তাহে সব মাছের দামই বেড়েছে। তবে স্বাভাবিক রয়েছে মাংসের বাজার।

মূল্য তালিকা টাঙ্গানো বাধ্যতামূলক করাসহ বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।     

ভিডিও:     

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি