ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে একটি বিমানের জরুরি অবতরণ

প্রকাশিত : ১৮:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করা হয়েছে। বিমানটি ছিনতাইয়ের কবলে পড়েছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়ে রোববার সাড়ে ৫টার দিকে এটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর জিম্মিদশায় পড়ে।

বিকালে আকস্মিকভাবে শাহ আমানতে নিরাপত্তাকর্মীরা বিজি-১৪৭ ফ্লাইটটি ঘিরে ফেলে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিলে দেখা দেয় উৎকণ্ঠা।

বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, বিজি-১৪৭ এখন চট্টগ্রামে আছে। আমি অনেক কথাই শুনছি। নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম নাঈম হাসান বলেন, এখন বড় ব্যস্ততার মধ্যে আছি , কথা বলার সময় নেই।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।

তিনি বলেন, এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমানটির ভেতরে এখনও অবস্থান করছে। প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।

আরকে//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি