ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে এক সপ্তাহেই রসুনের দাম দ্বিগুন, ক্ষোভ জানিয়েছে নগরবাসি

প্রকাশিত : ০৯:৪২, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৩৫, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পাইকারি বাজারে আমদানি করা রসুনের দাম এক সপ্তাহেই প্রায় দ্বিগুন। হঠাৎ দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছে নগরবাসি। আমদানীকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। তবে আমদানি বাড়লে রসুনের দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছেন পাইকারি বিক্রেতারা। গত কয়েক দিনে আমদানি করা রসুনের দাম হঠাৎ বাড়তে শুরু করে বন্দর নগরীতে। এক সপ্তাহের ব্যবধানে তা প্রায় দ্বিগুন হয়ে যায়। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি রসুনের দর এখন ২২০ টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে অন্তত ২৫০ টাকায়। অথচ গেল সপ্তাহেও দর ছিল ১০০ টাকা কেজি। বিদেশি রসুনের চেয়ে দেশি রসুনের দাম স্বাভাবিক। আমদানিকারকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে রসুনের মূল্য বৃদ্ধির কারণেই চড়া দামে কিনতে হয়েছে তাদের। বাজারের ধারাবাহিকতায় পাইকারী ও খুচরা বিক্রেতাদেরও একই কথা। আমদানী করা রসুনের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, সারাদেশের বাজারেই তা প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান ব্যবসায়ী ও ক্রেতাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি