চট্টগ্রামে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত : ১২:৩৯, ১১ জুন ২০২৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভুক্ত করেছে।তারই আলোকে চিকিৎসকদের বর্তমানে করণীয় এবং চিকিৎসাসেবায় মেডিটেশন কীভাবে পরিপূরক হতে পারে- তা নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে বিশেষ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (১০ জুন) দুপুরে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের অর্ধশতাধিক চিকিৎসক সম্মিলিত মেডিটেশনে অংশ নেন।
“স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে মেডিটেশনের অন্তর্ভুক্তি: আমাদের করণীয়” এই বিষয়ের উপর কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস.এম.সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ডা. দেওয়ান ওয়াসিফ জালাল। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।
বক্তারা বলেন,”উদ্বেগ, বিষণ্নতা, স্ট্রেস, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোক জাতীয় সমস্যা নিরসনে বিদ্যমান চিকিৎসাব্যবস্থার পরিপূরক হিসেবে মেডিটেশনের অন্তর্ভুক্তি রোগ নিরাময়,প্রশমন ও প্রতিরোধকে ত্বরান্বিত করবে।স্বাস্থ্য অধিদপ্তরের এ স্বীকৃতি নিঃসন্দেহে সময়োপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত।চিকিৎসাশাস্ত্রের কারিকুলামেও মেডিটেশনের অন্তর্ভুক্তি জরুরি। চিকিৎসাশাস্ত্র প্রতিনিয়ত আধুনিক হচ্ছে।মেডিটেশন চর্চায় স্বাস্থ্যব্যয় সাশ্রয় হয়-যা জাতীয় স্বাস্থ্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।সারা পৃথিবীতে এটি স্বাস্থ্যসেবারই অংশ।
বিজ্ঞানীদের মতে, মেডিটেশন হচ্ছে মস্তিষ্কের ব্যায়াম। দৌঁড়ালে যেমন পায়ের পেশী শক্তিশালী হয়, সাঁতার কাটলে বাইসেপ শক্তিশালী হয়; তেমনি নিয়মিত মেডিটেশন করলে মস্তিষ্কের কর্মকাঠামো সুবিন্যস্ত, সুসংহত, গতিময় ও প্রাণবন্ত হয়। পরিপূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক- এ চার ক্ষেত্রেরই সুস্থতা বা টোটাল ফিটনেস। সেমিনারে”আপনার একটু পরামর্শই হয়তো তাকে বাঁচাবে”শীর্ষক ডকুমেন্টারি দেখানো হয়।”ভালো মানুষ ভালো দেশ”শীর্ষক মেডিটেশনে সকল ডাক্তারেরা প্রশান্তির গুরুত্ব অনুধাবন করেন।
এমএম//
আরও পড়ুন