ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশকে গুলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম নগরীর একটি চেকপোস্টে (তল্লাশি চৌকি) থামতে বলার পর এক পুলিশ কর্মকর্তাকে গুলি করেছে মটরসাইকেল আরোহীরা। আজ শুক্রবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

ঘটনায় চট্টগ্রাম পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল মালেকের হাঁটুর উপরে গুলি লেগেছে বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, বিকালে নগরীর দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে একটি মটরসাইকেলকে থামানোর নির্দেশ দেয় পুলিশ সদস্যরা। তল্লাশি চালানোর আগেই এএসআই আব্দুল মালেককে লক্ষ করে মটরসাইকেল আরোহীরা গুলি করে।

পরে ঘটনাস্থল থেকে দুটি মটরসাইকেল এবং হামলাকারীদের একজনকে আটক করেন সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা।

তবে হামলাকারী কতজন ছিল, তারা কারা এবং কয় রাউন্ড গুলিবর্ষণ করেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি