ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ধর্ষণ মামলার প্রধান আসামী গুলিতে নিহত

প্রকাশিত : ১১:০৪, ৭ জুলাই ২০১৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলার প্রধান আসামী গোলাগুলিতে নিহত হয়েছেন। প্রতিপক্ষের গুলিতে আব্দুর নুর নামের ওই আসামী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। রোববার ভোর রাতে তার মরদেহ আনোয়ারা ইকোনোমিক জোনের পাহাড়ের ভেতর থেকে উদ্ধার করা হয়।

নিহত আবদুন নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘চায়না ইকোনমিক জোন এলাকায় একটি মরদেহ পড়ে আছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি মরদেহটি আব্দুর নুরের। সে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি। তাকে হয়তো প্রতিপক্ষরা হত্যা করেছে।’

আবদুন নুরের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে তথ্য দেন ওসি দুলাল মাহমুদ। এর আগে ৫ জুলাই রাতে ধর্ষণের ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মো. মামুন (২১) ও মো. হেলাল উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে ধর্ষণের ঘটনা স্বীকার করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি