চট্টগ্রামে প্রবাসীর ট্যাক্সি’র যাত্রা শুরু
প্রকাশিত : ১২:০৭, ১৪ জানুয়ারি ২০২৩
ঢাকার পর এবার চট্টগ্রামে সেবা চালু করলো ‘প্রবাসীর ট্যাক্সি’।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই যাত্রার শুভ সূচনা করেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ গোলামুন্নবী জায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন চৌধুরী প্রবাস ফেরতদের কর্মসংস্থানের জন্য সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
সবচেয়ে কম ভাড়ায় ভালো সেবা দেয়া এবং নিরাপদে প্রবাসীদের বাড়ি পৌছে দেয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। দেড় বছর ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর ট্যাক্সি সেবা দিচ্ছে। গাড়ীর চালক ও মালিক উভয়েই প্রবাসী হলে এই প্রতিষ্ঠানের সাথেও যুক্ত হতে পারবেন বলে জানান চেয়ারম্যান আল আমিন নয়ন।
প্রবাসীর ট্যাক্সির ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, গ্লোকাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ উদ্দিন মিরান, প্রবাসীর ট্যাক্সির উপদেষ্টা সৈয়দ মোহাম্মাদ মিনহাজ। এসডিজি ইউথ প্ল্যাটফর্ম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সিআইপি আবু নসর রিয়াদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক।
এসময় চট্টগ্রামে সেবা কার্যক্রম চালু করায় প্রবাসীর ট্যাক্সি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ।
প্রবাসীদের সম্পৃক্ততায় প্রতিষ্ঠিত ‘প্রবাসীর ট্যাক্সি’ গত দেড় বছর যাবত রাজধানী ঢাকায় ব্যাপক সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। দেশের সর্বনিম্ন ভাড়ায় এবং মর্যাদাপুর্ণ গাড়ি সেবা নিয়ে এবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবা কার্যক্রম চালু হলো।
প্রবাস থেকে ফেরত এসে যদি কাজ না থাকে এবং তিনি যদি দক্ষ চালক হন তাহলে তার জন্য ‘প্রবাসীর ট্যাক্সি’ উদ্যোগের দরজা খোলা। শুধু বিমানবন্দর থেকে প্রবাসীদের বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব নয়, এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে সারাদেশে ভাড়ায়ও চালাতে পারবেন গাড়ি।
শুধু তাই নয়, এই উদ্যোগ থেকে প্রতি আয়ের ৩ শতাংশ পাবে উদ্যোক্তারা এবং ২ শতাংশ যাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কল্যাণ তহবিলে।
এসএ/
আরও পড়ুন