ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত : ১৭:১৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১৮, ২৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Prime Universityচট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে সোহেল আহমেদ নামে এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে নগরীর প্রবর্তক মোড়ে সড়ক অবরোধ ও ষোলশহরের ২ নম্বর গেট মোড় ও লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, আগামী ৩১শে মার্চ বিশ্ববিদ্যালয়ে অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠান নিয়ে ছাত্রদের মধ্যে দুটি গ্র“পের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। দুপুরে এক গ্র“পের মহড়া চলার সময় ২০-২৫ জন যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। এর মধ্যে সোহেল আহমেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি