ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে সবচেয়ে বড় অটোমেটিক মাল্টিলেভেল কার পার্কিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২ মে ২০১৭

চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় অটোমেটিক মাল্টিলেভেল কার পার্কিং। এর ফলে সীমিত জায়গায় বেশি সংখ্যক গাড়ি রাখা যাবে। সেই সাথে নগরীর পার্কিং সমস্যা ও যানজট কমবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

রাজধানী ঢাকার মৎস্য ভবনে দেশের প্রথম অত্যাধুনিক কার পার্কিং স্থাপনের পর এবার চট্টগ্রামের নিউ মার্কেটে স্থাপন করা হয়েছে সাত তলা বিশিষ্ট এই পার্কিং স্পেস। এখানে কার্ড পাঞ্চিংয়ের মাধ্যমে মাল্টিলেভেল পদ্ধতিতে একসাথে পার্ক করা যাবে ২৯টি গাড়ি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ’র অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জাপান ও জার্মানীর প্রযুক্তি এবং চীনের কারিগরি সহায়তায় নির্মিত হয়েছে এই কার পার্কিং স্পেস।

এর ফলে কম স্থানে বেশি গাড়ি রাখার পাশাপাশি গাড়ির নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা ব্যবহারকারিদের। একইসাথে জনদুর্ভোগও কমবে বলে মনে করেন তারা।

দ্রুত বর্ধনশীল বন্দরনগরীকে যানজট মুক্ত করতে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন সিডিএ’র এই উর্ধ্বতন কর্মকর্তা।

চট্টগ্রামে আরো পার্কিং লট তৈরির তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

প্রাথমিকভাবে একমাস এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিডিএ।

https://youtu.be/Fj7uAeWFA48


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি