ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে হবে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল

প্রকাশিত : ২১:৫৭, ১০ মার্চ ২০১৬ | আপডেট: ২১:৫৭, ১০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে বাংলাদেশের এএফসি হেলথ লিমিটেড এবং যুক্তরাষ্ট্রের ক্যান্সার ট্রিটমেন্ট সার্ভিসেস ইনস্টিটিউট। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটিএসআইয়ের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী জোসেফ এ নিকোলাস এবং এএফসি হেলথ লিমিটেডের ডিরেক্টর অপারেশন্স সাইদুল আমিন এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিএমএর মহাসচিব প্রফেসর এম ইকবাল আর্সলান, হংকং ভিত্তিক সাইরিস এশিয়া ইমপ্যাক্ট ফান্ডের সি-ই-ও জ্যাসন বাজাজ, এএফসি হেলথের চেয়ারম্যান এবিএম গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক এস এম সাইফুর রহমানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি