ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম টেস্টে নতুন মাইলফলকে সাকিব

প্রকাশিত : ১১:৫৫, ২৪ নভেম্বর ২০১৮

চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ান উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে স্পিন ভেলকি দিয়ে পরাস্ত করেন সাকিব আল হাসান, আর সুযোগের সদ্ব্যবহার করে তাকে প্যাভিলিয়নের পথ ধরান উইকেট রক্ষক মুশফিক।

স্ট্যাম্পড আউট হওয়া এই উইকেটটি সাকিবের জন্য অন্য আর ৫টি উইকেটের মতো নয়। এই উইকেট দিয়েই তিনি টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

চট্টগ্রাম টেস্টে শুরুর আগে সাকিবের উইকেট ছিল ১৯৬টি। প্রথম ইনিংসে নেন ২উইকেট। আর এই ইনিংসে নিয়েছেন আরও ২উইকেট। সব মিরিয়ে তার মোট উইকেট এখন ২০১টি।
সাকিবই হলেন টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেয়া প্রথম বাংলাদেশি ও সবমিলিয়ে ৭২তম বোলার ।

এদিকে মধ্যহ্ন বিরতির আগ পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১ রান। দুইটি উইকেট পান তাইজুল ইসলাম। সাকিবও নিয়েছেন দুই উইকেট। সাকিবের দুইটি উইকেটই ক্যাচ ধরেছেন মুশফিকুর রহীম।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি