চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনার জট
প্রকাশিত : ১৮:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৬
ঈদের টানা ছুটিকে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে জাহাজ ও কনটেইনারের জট।
চট্টগ্রাম বন্দরের প্রায় সোয়া সাত লাখ বর্গমিটার এলাকায় এখন কনটেইনার রাখার আর জায়গা নেই। জাহাজ থেকে কনটেইনার নামানো হলেও ছুটিতে বন্দর চত্বর থেকে সেই হারে কনটেইনার থেকে পণ্য খালাস হয়নি। তাই বন্দর চত্বরে এখন কনটেইনারের স্তূপ বাড়ছে। আবার জেটিতে ভেড়ানোর জন্য বন্দরের বহির্নোঙরে বাড়ছে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা। সব মিলিয়ে এখন বন্দরের কার্যক্রম স্থবির হয়ে গেছে। এতে করে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের।
আরও পড়ুন