
বাংলাদেশ-ভারত কোষ্টাল শিপিং এগ্রিমেন্টের আওতায় চট্টগ্রাম বন্দর থেকে ভারতে পণ্য পরিবহন শুরু হয়েছে আজ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিানালে এ কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। এসময় নৌ পরিবহন মন্ত্রী বলেন, নৌ পথে ভারতে পন্য পরিহনের মাধ্যমে আর্ন্তজাতিক কানেকটিভিটির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন হবে। একই সাথে দেশের অর্থনীতি গতিশীল হব বলেও আশা করেন তিনি। বন্দর কর্মকর্তারা জানান, পণ্যবাহী জাহাজের মাধ্যমে ভারতের আটটি বন্দরে পন্য পরিবহন করা যাবে।