ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ

প্রকাশিত : ১৬:৪৩, ১ মে ২০১৬ | আপডেট: ১৬:৪৩, ১ মে ২০১৬

কাউন্সিলের পর দলের সাংগঠনিক কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিএনপি। এ’ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। সরকার বিরোধী আন্দোলনের নামে চট্টগ্রামে সহিংস হয়ে উঠেন বিএনপির নেতা-কর্মীরা। আর তা দমনে কঠোর পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। মূলত এরপর থেকে চট্টগ্রামে স্থবির হয়ে পড়ে বিএনপির কর্মকাণ্ড; নিজেদের গুটিয়ে নেয় নেতা-কর্মীরা। এ’ অবস্থায় চট্টগ্রামে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে যোগ্যদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি দলীয় নেতা-কর্মীদের। জেলা ও মহানগর কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা জানালেন দলের জেষ্ঠ্য নেতারা। নবীণ- প্রবীণের সমন্বয়ে জেলা ও মহানগর কমিটিতে নেতৃত্ব নির্বাচন করা হবে বলেও জানিয়েছেন জেষ্ঠ্য নেতারা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি