চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত : ১৮:১৬, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৬, ৫ আগস্ট ২০১৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি এএফএম আওরঙ্গজেব-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। সেসময় বক্তারা বলেন, উপাচার্যকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। এছাড়া উড়ো চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে হুমকি দেয়া মানে পুরো শিক্ষা ব্যবস্থাকে হুমকি দেয়া বলেও মন্তব্য করেন শিক্ষক নেতারা।
এসময় তারা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন