ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম মহানগরী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত : ১৭:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ২৮ মার্চ ২০১৭

চট্টগ্রাম মহানগরীর আইস ফ্যাক্টরি রোডের একটি বস্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে আইস ফ্যাক্টরী রোডের বাস্তহারা কলোনীতে অভিযান চালায় র‌্যাব-৭। র‌্যাব জানিয়েছে, রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে বস্তি গড়ে তোলা হয়েছে। মাদকসহ অস্ত্রের বেচাকেনা হয় এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। একটি একে-২২ রাইফেল, একটি কাটা বন্দুক, কিরিচ এবং গ্যাস গানসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি