ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র  শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ৬ মে ২০১৮

দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ১ম বর্ষ অধ্যয়নরত (২০১৭-১৮) শিক্ষাবর্ষের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

রোববার সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. ওয়াহিদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষার্থীদের প্রতি এ আহবান জানানো হয়।

এতে বলা হয়  আগ্রহী প্রার্থী যাদের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির এবং যাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান বিভাগে জিপিএ-৫.০০, বাণিজ্য বিভাগে জিপিএ-৪.৫০ ও মানবিক বিভাগে জিপিএ-৪.০০ রয়েছে তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে।  

চট্টগ্রামের কাপাশগোলা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিঃ, চকবাজার শাখা থেকে অথবা সমিতির কার্যালয় থেকে এক’শ টাকার বিনিময়ে এ ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েবসাইট: www.ctgsamitydhaka.org  থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ  উল্লেখিত তথ্যাদি সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ৭ জুন ২০১৮ এর মধ্যে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি