ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টল বীর মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:১৬, ১৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টল বীর হিসেবে পরিচিত চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি গত বছরের এই দিনে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠন ও পারিবারিক উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় মহিউদ্দিন চৌধুরীর বাসভবন সংলগ্ন চশমাহিল কবর প্রাঙ্গণে খতমে কোরআন, কালোব্যাজ ধারণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সাড়ে ১০টায় মরহুমের কবরে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া বিকেল ৩টায় জিইসি কনভেনশন সেন্টারে স্মরণসভা হবে। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় তার কবরস্থান প্রাঙ্গণে জমায়েত ও সাড়ে ৯টায় কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সকাল ১০টায় স্মরণসভা করবেন তারা। এতে দলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি