চতুর্থ দিনের মতো চলছে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
প্রকাশিত : ১১:৪৪, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪৪, ২৬ আগস্ট ২০১৬
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে সারাদেশে চতুর্থ দিনের মতো চলছে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট।
এতে করে বহির্নোঙ্গরে জাহাজ জটসহ বন্দরে অচলবস্থার সৃষ্টির আশংকা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে বহির্নোঙ্গরে প্রায় ৭১টি পণ্যবোঝাই মাদার ভ্যাসেল পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। খুলনা অঞ্চলেও কোন ধরণের নৌযান চলাচল করেনি। বিআইডব্লিউটিএ, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট ও রুজভেল্ট জেটিতে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। নারায়ণগঞ্জেও বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এদিকে বৃহস্পতিবার রাজধানীর শ্রম পরিদপ্তরে সরকারের প্রতিনিধিরা লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করলেও নৌপথে সৃষ্ট ‘অচলাবস্থা’ অবসানে কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন