ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চতুর্থ রাউন্ডে জকোভিচ-ফেদেরার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:০৪, ২০ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ান ওপেনে ইনজুরি থাকা সত্ত্বেও ভাল পারফরমেন্স দেখিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার ও নোভাক জকোভিচ।

দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের ৫ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরা র‌্যাঙিংয়ে নিচের দিকে থাকা রিচার্ড গ্যাসকোয়েটকে ৬-২, ৭-৫ ও ৬-৪ গেমে পরাজিত করেন। এতে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ গ্রান্ডস্ল্যাম জয়ী রজার ফেদেরার।

এদিকে দিনের অন্য ম্যাচে পায়ের ইনজুরি সত্ত্বেও নোভাক জকোভিচ দারুণ পরফরমেন্স দেখিয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আলবার্ট রামোস-ভিনোলাসকে ৬-২, ৬-৩, ৬-৩ গেমে পরাজিত করেন। পায়ের ইনজুরিতে ভীত নন জকোভিচ। তিনি বলেন, ‘পায়ের ইনজুরির কারণে উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। এই ধরণের ইনজুরির সঙ্গে আমাকে প্রতিনিয়তই লড়তে হয়।’

গত বছর উইম্বলডন খেলার সময় হাঁটুতে চোট পান টেনিস তারকা নোভাক জকোভিচ (৩০)। এরপর টানা ছয়মাস কোর্টে নামা হয়নি এ টেনিস তারকার। এবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ে তাই খুবই আশাবাদী জকোভিচ।

সুত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি