ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চতুর্থ স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স ৯ ফেব্রুয়ারি

প্রকাশিত : ২৩:২১, ২৫ জানুয়ারি ২০১৯

আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্সের চতুর্থ আয়োজন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, ওষুধ শিল্পের বিকাশ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। প্রয়াণের পর তাকে স্মরণ করে প্রতি দুই বছর অন্তর স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স আয়োজন করে ফার্মাসিউটিক্যালস। এ ধারাবাহিকতায় বাংলাদেশের ওষুধ শিল্পের আধুনিকায়নের জনক স্যামসন এইচ চৌধুরীর দৃষ্টিভঙ্গি ও জ্ঞানচর্চার বিকাশকে স্মরণ করে আগামী ৯ ফেব্রুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে সম্মেলনের চতুর্থ সংস্করণ। এর আগে ২০১৩ সালে প্রথম, ২০১৫ সালে দ্বিতীয় এবং ২০১৭ সালে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

চতুর্থ স্যামসন এইচ চৌধুরী মেমোরিয়াল কনফারেন্স প্রসঙ্গে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ওষুধ শিল্পের বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটের নিয়মনীতি, সম্ভাবনা ও প্রতিবন্ধকতার মতো বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে।

আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে মোট তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনগুলোর প্রতিপাদ্য হলো— অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং, শিল্প ও বিশ্ববিদ্যালয় বা গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ এবং বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এবারের সম্মেলনে ওষুধ শিল্পে গবেষণা ও অবদান রাখার জন্য তিনজন বিজ্ঞানীকে ‘স্যামসন এইচ চৌধুরী অ্যাওয়ার্ড ফর ইয়ং সায়েন্টিস্ট’ সম্মানে ভূষিত করা হবে। প্রায় ৪৫০ জন সরকারি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিল্পপতি, বিজ্ঞানী, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নেবেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি