ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চন্দ্রিমা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি জাকির, সম্পাদক তরিকুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ১ জুলাই ২০২২

সুষ্ঠু, সুন্দর পরিবেশে খেলাধুলা পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নবগঠিত চন্দ্রিমা ব্যাডমিন্টন ক্লাব (CBC) এর পূর্বনির্ধারিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে একবছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পারিষদ সর্বসম্মতভাবে গঠন করা হয়েছে।

উপস্থিত সদস্যদের সর্বসম্মত প্রস্তাবক্রমে সভাপতি পদে মো: জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে ধানমন্ডির পানসি রেষ্টুরেন্টে ক্লাবের সকল সাধারণ সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিস্তর আলোচনা হয়। পরে কন্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতভাবে চন্দ্রিমা ব্যাডমিন্টন ক্লাব (সিবিসি)-র কমিটি চুড়ান্ত করা হয়। পরে একবছর মেয়াদি ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৯ সদস্যের কার্যনির্বাহী পারিষদ গঠন করা হয়। 

প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, প্রবীণ সদস্য আলহাজ্ব এম এ রহিম। এছাড়া উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন, মাহামুদুল মোস্তফা ও মো: শামিম আহমেদ।

কার্যনির্বাহী পারিষদের সদস্য নির্বাচিত হয়েছেন দুলাল বাড়ই, মামুনুর রশীদ এবং মো: আবু সিয়াম।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি