ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৪

প্রকাশিত : ১৪:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ২টায় শাহজালাল হলের সামনে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘উল্কা’ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপের এর কর্মীরা ধাওয়া পাল্টা-ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে ১৪ জন আহত হয়।

আহতরা হলেন- সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শামীম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অভয়, একই সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের আনিস, আইইআর ইনস্টিটিউশনের ১৭-১৮ শিক্ষাবর্ষের অর্ণব ইসলাম, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দ্রুব, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরবি বিভাগের ইমাম, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের মাহমুদুল ইসলাম, একই বিভাগের মো. মামুন ইসলাম, ২০১৩-১৪ হিসাববিজ্ঞান বিভাগের মিলন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাদ্দাম হোসেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের সৌরভ তালুকদার।

চবি’র মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, রাতে আঘাতপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো আক্তারুজ্জামান বলেন, শহরের ঘটনাকে কেন্দ্র করে রাতে দুই পক্ষ সামনাসামনি অবস্থান নিলে এক পক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানকে অপহরণের অভিযোগে তার অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে বিক্ষোভ করে। সেখান থেকে শাহজালাল হলে দিকে আসলে এই হলে অবস্থান নেওয়া সিক্সটি নাইনের নেতা-কর্মীরা ধাওয়া দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ইট পাটকলের নিক্ষেপের ঘটনাও ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে উল্কা গ্রুপের নেতা সুমন খান বলেন, সাবেক সভাপতি আলমগীর টিপুর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় মনসুর আলম, ইকবাল টিপু ও আবু তোরাব পরশের নেতৃত্বে গোলাম রসুল নিশানকে অপহরণ করা হয়। তারপর আমরা নিশান ভাইয়ের জন্য বিক্ষোভ করতে গেলে তারা আমাদের উপরও হামলা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সিক্সটি নাইন গ্রুপের নেতা মনসুর আলম বলেন, ওর (নিশান) সঙ্গে কী হয়েছে, কে বা কারা অপহরণ করেছে আমরা এ ব্যাপারে জানি না। ব্যাপারটা আমি ফেসবুকে জানলাম। আমাদের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ করে থাকে সেটা প্রতিহিংসাপরায়ণ হয়ে করেছে। আমাদের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমে তারা ঈর্ষান্বিত বলেই এমন অভিযোগ তুলছে। এ ব্যাপারে কথা বলতেও আমার লজ্জা লাগছে।

প্রসঙ্গত, ক্যাম্পাসে ‘উল্কা’ গ্রুপ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপ সিটি মেয়র আ জ ম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি