ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চবির ‘খ’ ইউনিটে ফেল ৫৬ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২৮ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ৫৬ শতাংশ ভর্তিচ্ছু ফেল করেছেন। পাশের হার ৪৪ দশমিক ৪৫ শতাংশ।

রোববার সকাল সাড়ে ৯ টায় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) জানা যাবে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নিয়েছিল ২৭ হাজার ৬৪৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ২৯০ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি।

ডেপুটি রেজিস্টার(একাডেমিক) এস এম আকবর হোসেন জানান, পাসকৃত শিক্ষার্থীরা আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি