ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চবির সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের চুক্তি

প্রকাশিত : ১৯:৩৮, ২৫ নভেম্বর ২০১৮

শিক্ষা-গবেষণা উন্নয়ন, কর্মসংস্থানসহ শিল্প-কারখানার সঙ্গে যোগযোগ বিষয়ে যৌথ কর্ম-পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার দুপুরে চবি উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর প্রেসিডেন্ট মাহাবুবুল আলম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী চুক্তির বিষয়ে জানান, এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বিভিন্ন আয়োজন যেমন সেমিনার, সিম্পোজিয়াম, কন্ফারেন্স, আলোচনা সভা, মতবিনিময় সভা ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনয়নে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করে বিভিন্ন শিল্প-কারখানায় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের লব্ধ অভিজ্ঞতার আলোকে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম জানান, এ চুক্তির ফলে শিক্ষা-গবেষণার উন্নয়নসহ বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ উৎপাদনে এ চুক্তি দৃশ্যমান ভুমিকা রাখবে।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত প্ররিচালক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, আইসিটি’র পরিচালক প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী, আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহামদ এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সচিব(ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. ফারুক উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি