ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চরম বিড়ম্বনায় রাজধানীর পথচলতি মানুষ (ভিডিও)

প্রকাশিত : ১৬:৩৯, ২৪ মে ২০১৯

নির্বিঘ্নে হাঁটার জন্য ফুটপাথ। আর তা দখল করে আছে হকার-দোকানি। স্থায়ী ঘর বানিয়ে কেউ আবার জেঁকে বসেছে খোদ রাস্তার উপর। সবমিলে চরম বিড়ম্বনায় রাজধানীর পথচলতি মানুষ।

মনে হতে পারে এটি বোধহয় কোন স্থায়ী হাট-বাজার। কিন্তু না। এ চিত্র রাজধানীর ফার্মগেটের।

রাস্তার উপর এমন যুৎসই ছাউনি তুলে ব্যবসা করতে দেখা গেল মিরপুর, গুলিস্তান, ফুলবাড়িয়া, রামপুরা, বাড্ডা, নিউ মার্কেট, কাওয়ানবাজার, মগবাজারসহ আরও অনেক এলাকায়।

দু’পাশের ফুটপাথ বছরের পর বছর ধরে দখল। নিরুপায় পথচলতিদের বাধ্য হয়ে নামতে হয় ব্যস্ত রাস্তায়। ঝুঁকি নিয়ে চলছে মানুষ, চালাচ্ছে যান। দশ মিনিটের পথ পেরুতে ব্যয় হচ্ছে দু’ঘন্টা।

হকার-দোকানদের দখলে এখন গলি রাস্তাও। ব্যস্ত সময়ে জটের ধকলে তাই রাজধানীবাসী। ট্রাফিক কর্মকর্তারা বলছেন, সম্মিলিত চেষ্টা ছাড়া এই অপশক্তি রোধ সম্ভব নয়।

হাঁটাচলায় সাচ্ছন্দ্য না থাকায় ক্রমশ: জনবান্ধব রাজধানীর মর্যাদা হারাচ্ছে ঢাকা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি