চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন (ভিডিও)
প্রকাশিত : ১৫:৫০, ১৮ মার্চ ২০১৯
গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চল জুড়ে এই মৌসুমে মরিচের বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ার আশা কৃষকের।
লাল আর সবুজে অপরূচা মরিচ ক্ষেত। গাইবান্ধার চর কালাসোনা, কাবিলপুর, ফজলুপুর, খাটিয়ামারি, নিচিন্তপুর, হলদিয়া, কাপাসিয়া লালচামারসহ বিস্তীর্ণ বালুকাবেলায় অন্যান্য ফসলের পাশাপাশি এই মরিচের আবাদ।
এরই মধ্যে তোলা হচ্ছে মরিচ। নিয়ে যাওয়া হবে বাজারে। কৃষকদেও আশা ন্যায্য দর পাবে তারা।
কৃষি বিভাগ বলছে, স্থানীয় চাহিদা মিটিয়ে এই মরিচ যাচ্ছে দেশের অন্যান্য জেলায়।
এবার গাইবান্ধার সাত উপজেলায় ২ হাজার ১০৭ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।
আরও পড়ুন