ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই : আইরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মডেল আইরিন বড় পর্দার অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন, রয়েছে ধারাবাহিকতাও। তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না। ভিন্নতা খুঁজে বেড়ান।

আইরিন বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন । মুক্তির অপেক্ষাতেও রয়েছে কয়েকটি চলচ্চিত্র।
 
তার মধ্যে আছে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ ও সাইফ চন্দনের ‘টার্গেট’। অন্যদিকে  আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি।
 
চলচ্চিত্রে নিজের কাজগুলো প্রসঙ্গে আইরিন বলেন, নিয়মিত কাজ করছি, এটিই সবচেয়ে বড় পাওয়া। চরিত্রের ভিন্নতা পাওয়ার প্রত্যাশা সবসময় থাকে। তেমনটা পাচ্ছিও। চেষ্টা করি চরিত্রটা ভালো পাওয়ার। কারণ ২০ বছর পরও যেন আমার কাজটি কেউ দেখে প্রশংসা করেন।
 
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কাজের প্রস্তাব পাচ্ছেন আইরিন। তবে এখন বড়পর্দা ছাড়া আর কোথাও অভিনয়ের চিন্তা করছেন না বলে জানান তিনি।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি