ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৪ এপ্রিল ২০১৭

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে সোমবার রাত সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজু আহমেদকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। শ্যুটেংয়ের কাজে তিনি দিনাজপুরে যাচ্ছিলেন। মোঙ্গলবার সকাল সাড়ে দশটায় এফডিসিতে জানাজা শেষে গ্রামের বাড়ি কুষ্টিয়া নেয়ার কথা রয়েছে মিজু আহমেদের মরদেহ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি