ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চলতি অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে পূর্বাভাস দিয়েছে- এডিবি

প্রকাশিত : ১৯:২৭, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২৭, ৩০ মার্চ ২০১৬

ADBচলতি অর্থবছরে জিডিপি’র প্রবৃদ্ধি  ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে বাংলাদেশে অর্থনীতির হালনাগাদ তথ্য-উপাত্ত নিয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক’ প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি এ পূর্বাভাস দেয়। এর আগে চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছিল এডিবি। সর্বশেষ আউট লুকে এডিবি বলেছে, তৈরি পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০১৬-১৭ অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত জিডিপির প্রবৃদ্ধি হতে পারে। তবে প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পরামর্শ দিয়েছে এডিবি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি