ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চলতি বছরেই ইন্টারনেট সেবার পরিধি বাড়াতে রেডিও লিংক

প্রকাশিত : ০৯:৪৯, ৩ জুন ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ৩ জুন ২০১৬

চলতি বছরেই ইন্টারনেট সেবার পরিধি বাড়াতে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্কের পাশাপাশি যুক্ত হচ্ছে রেডিও লিংক। থাকছে ইন্টারনেট নিরাপত্তা ও পর্যবেক্ষন পরিকল্পনা। গ্রাহক সেবার মান বাড়াতে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি লাইসেন্স দেবে সরকার। এছাড়া, বিনিয়োগকারীদের জন্য যশোরে চালু হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক। তুন অর্থবছরে প্রযুক্তি খাতে নজরটা একটু বেশীই; সেই ধারাবাহিকতায় এবারও ডিজিটাল পদ্ধতিতেই পেশ হল বাজেট ২০১৬-১৭ প্রযুক্তি কাজে লাগিয়ে অবকাঠোমো উন্নয়ন, ইন্টারনেট সেবা আর সাইবার অপরাধ প্রতিরোধের  বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায়। সম্প্রতি এটিএম জালিয়াতিসহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গ্রাহক সেবার মানোন্নয়নেও পরিকল্পনা রয়েছে সরকারের। অবকাঠাগত উন্নয়নে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ভিলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। অর্থমন্ত্রী বলেন, জাতীয় তথ্যসম্ভারকে প্রযুক্তিভিত্তিক করতে গাজীপুরের কালিয়াকৈরে ডাটা সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে। অর্থমন্ত্রী বলেন, মেট্রোপলিটন, জেলা এবং উপজেলা গুলোতে ট্রান্সমিশন স্থাপনের পাশাপাশি তিনশ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের সংযোগকারী যন্ত্রাংশ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে । আছে দূর্গম একশ আঠাশ উপজেলার হাজারেরও বেশী ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়াওয়ার্ক ও রেডিও নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা। এছাড়া বিদেশী কোম্পানীর সাথে চুক্তি হয়েছে বঙ্গবন্ধু সাটেলাইট-১ বাস্তবায়নে। এছাড়া সাইবার অপরাধ রোধে ইন্টারনেটের নিরাপত্তা ও পর্যবেক্ষনের পাশাপাশি নজর দেয়া হচ্ছে  গ্রাহক সেবার দিকেও। মোবাইল নাম্বারের জন্য এমএনপি লাইসেন্স চালু করারও পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি লাইসেন্স সংক্রান্ত নীতিমালাও অনুমোদিত হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি