ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলতি বছরেই প্রভাসের বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিয়েটা আসলেই খুব জরুরি বিষয়। যদি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যারিয়োরে সফলতা আসে তবে তো আর কথাই নেই। আর এ দুটাই প্রভাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাইতো বারেবারে ভেসে উঠছে প্রভাসের বিয়ের খবর। চলতি বছরেই নাকি সাত পাঁকে বাধা পড়তে যাচ্ছেন ‘বাহুবলী’। তবে কানাঘুষো নয় একেবারে সত্যি খবর। খোদ প্রভাসের ঘনিষ্ঠজনই এ সুখবর দিয়েছেন।

প্রভাসের ওই ঘনিষ্ঠজন আর কেউ নন, তার কাকা। সূত্রে জানা গেছে, ২০১৮ তেই বিয়ে করতে চলেছেন মোষ্ট এলিজেবল ব্যাচেলর। প্রভাসের কাকাবাবু কৃষ্ণম রাজু নিজের মুখে জানিয়েছেন এই খবর।

সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রভাস এই বছরই বিয়ে করতে যাচ্ছেন। এমনটাই ওর ইচ্ছে।’

বাহুবলী মুক্তির পরই প্রভাসের জনপ্রিয়তা ভারতের দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে সারা দেশ ও বিদেশে ছড়িয়ে যায়। হাজার হাজার তরুণীর হৃদয় জয় করেন তিনি। প্রচুর বিয়ের প্রস্তাবও পেয়েছেন এই তারকা। বাহুবলী মুক্তির পরে প্রভাস বিয়ে করবেন এমন কথাও শোনা যায়। এরপর এই সিনেমা সম্পূর্ণ করতে পাঁচ বছর সময় লেগে যায়। আর এই পাঁচ বছরে অন্য কোনও সিনেমার কাজে হাত দেননি প্রভাস।

এর মাঝেই বিভিন্ন সময়ে উঠে এসেছে তাঁর বিয়ে নিয়ে নানা গল্প-গুজব। এই মুহূর্তে তিনি মোস্ট এলিজিবল ব্যাচেলরের তালিকায় একেবারে শীর্ষে অবস্থান করছেন। এ জন্যই তাঁকে ঘিরে উন্মাদনা অনেক। জানা গেছে, ইতিমধ্যে ৬০০০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

উল্লেখ্য, বাহুবলীর পর প্রভাস এখন ব্যস্ত শাহু সিনেমা নিয়ে। এই সিনেমাতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি