ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চলতি বছর ৩২টি মহাকাশ অভিযান চালাবে আইএসআরও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১৯, ৫ জানুয়ারি ২০১৯

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (আইএসআরও) সূত্র জানিয়েছে, ২০১৯ সালে ৩২টি মহাকাশ অভিযান চালাবে তারা।

সহকর্মীদের নতুন বছরের বার্তায় বলেন আইএসআরও প্রধান কে সিভান বলেন, ২০১৯ সালে আইএসআরও এর কাছে একটা চ্যালেঞ্জিং বছর। এই বছর ৩২টি মহাকাশ অভিভানের পরিকল্পনা রয়েছে।

এর মধ্যেই রয়েছে ‘চন্দ্রযান– ২’ এর মতো গুরুত্বপূর্ণ অভিযান। এই অভিযানে চন্দ্র পৃষ্ঠে নামবে একটি যান। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে ৮০০ ক্টি টাকার ‘চন্দ্রযান – ২’ মিশন শুরু হবে।

২০২১-২২ সালে প্রহম মহাকাশে যাবেন ভারতীয়। ২০১৯ সালে সেই অভিযানের কাজ শুরু করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সিভান বলেন, ‘এই বছর থেকেই ‘গগণযান’ অভিযানে পুরোদমে কাজ শুরু হবে।’

২০১৮ সালের ১৫ আগস্ট ‘গগনযান’ অভিযানের কথা জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অভিযানের ফলে ভারতীয়র মহাকাশে যাওয়ার স্বপ্ন পূর্ণ হবে।

সম্প্রতি একটি নতুন লঞ্চ প্যাড তৈরির কাজে ব্যস্ত আইএসআরও। সিভান বলেন ‘ভারতবাসীর বিপুল আস্থার কারণে এক বছরে ২৩ টি আলাদা অভিযানের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে আইএসআরও।’

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি