চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
প্রকাশিত : ২০:১১, ১৫ ডিসেম্বর ২০২৪
তরুণদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু করছে জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্য সামনে রেখে সারা দেশে তারা সংগঠন গোছাচ্ছে। চলতি মাসের মধ্যে তারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে চলছে থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। জাতীয় নাগরিক কমিটির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সাংগঠনিক কাজে তৎপর হয়েছে। তারাও জেলা পর্যায়ে কমিটি দেওয়া শুরু করেছে।
কমিটি গঠনের পাশাপাশি দুটি সংগঠনের নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। পাশাপাশি সংগঠন দুটির প্রতিনিধিরা বিভিন্ন জেলা সফর করছেন। এর মধ্যে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জেলায় মতবিনিময় করছে। পাশাপাশি দুই সংগঠনই নিজেদের সাংগঠনিক কাঠামো ইতিমধ্যে পুনর্গঠন করেছে। দুটি সংগঠনের কার্যক্রম এখন পরিচালিত হচ্ছে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের পৃথক কার্যালয় থেকে।
জাতীয় নাগরিক কমিটিতে দুই দফায় সদস্য বেড়ে এখন ১০৭ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ৯ ডিসেম্বর সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে আটজনকে যুগ্ম আহ্বায়ক, আটজনকে যুগ্ম সদস্যসচিব, পাঁচজনকে সহমুখপাত্র, চারজনকে যুগ্ম মুখ্য সংগঠক এবং ১৪ জনকে সংগঠক করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত করা হয়েছে। সারা দেশকে ২০টি জোনে (এলাকা) ভাগ করে সংগঠকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে নাগরিক কমিটি।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন সমন্বয়কেরা। প্রথমে ৬৫ জন কেন্দ্রীয় সমন্বয়ক-সহসমন্বয়কের একটি টিম ছিল। পরে ১৫৮ জনের টিম করা হয়। গত ২২ অক্টোবর সেই টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ২১ নভেম্বর ১৮ সদস্যের নির্বাহী কমিটি করা হয়। এখন নির্বাহী কমিটির সদস্য ২২ জন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয়। এই দুই প্ল্যাটফর্মের নেতাদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠন করা নিয়ে আলোচনা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে কমিটি গঠন করা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারলে যে কোন সময় নতুন রাজনৈতিক দলে ঘোষণা হতে পারে।
সূত্রমতে জানা যায়, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি কমিটি গঠন শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। কমিটি গঠনের পাশাপাশি গঠনতন্ত্র প্রণয়নের কাজ অনেকটা এগিয়েছে। এ জন্য একটি কমিটি কাজ করছে। সবার মতামত নিয়েই গঠনতন্ত্র প্রণয়নের কাজটি চূড়ান্ত করা হবে। গঠনতন্ত্র প্রণয়ন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটিতে আলোচনা হয়েছে। তবে এর আগে বিভিন্ন সাংগঠনিক সেল গঠনের কাজ চলছে। ইতিমধ্যে দপ্তর সেল ও মিডিয়া সেল গঠন করা হয়েছে। এ রকম বিভিন্ন সেল গঠনের কাজ শেষ হলে গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে।
এসএস//
আরও পড়ুন