ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চলতি মৌসুমে ঠাকুরগাঁও এবং সিরাজগঞ্জে পাটের বাম্পার ফলন

প্রকাশিত : ১১:৫৯, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫৯, ২২ আগস্ট ২০১৬

চলতি মৌসুমে ঠাকুরগাঁও এবং সিরাজগঞ্জে পাটের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা। কৃষি বিভাগ বলছে, পরামর্শ অনুযায়ী পাট চাষ করায় কৃষকরা ফলন ভালো পেয়েছেন। পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক-কৃষাণীরা। ঠাকুরগাঁওয়ে এবার ৯ হাজার ৫শ’ ৮০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে জাগ দেয়া নিয়ে সমস্যায় পড়েছে চাষীরা। পাট চাষে কৃষকদের সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা। এদিকে সিরাজগঞ্জে গত কয়েক মৌসুমের মধ্যে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা খরচ করে উৎপাদিত হয়েছে ১০-১২ মণ। কৃষি কর্মকর্তা জানালেন, এবার ভালো দাম পাচ্ছে কৃষক। মণ প্রতি ১৬শ’ থেকে ১৮শ’ টাকায় বিক্রি হচ্ছে পাট। সোনালী আঁশের চাষ বাড়াতে এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি