ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রাণের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৮ জুন ২০১৭ | আপডেট: ২০:০৩, ৮ জুন ২০১৭

 চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরে পাল্পিং কার্যক্রম শুরু করেছে প্রাণ এ্যাগো লিমিটেড।
দুপুরে এক মতবিনিময় সভায় কারখানা কর্তৃপক্ষ জানায়, ১৯মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আমের সরবরাহ পর্যন্ত। এক বছর বাছাই করা আমের স্বাদ ধরে রাখতে, আমগুলো ফ্যাক্টরীতে ক্রাসিংয়ের পর পাল্প সংগ্রহ অ্যাসেপটিক প্রযুক্তিতে সংরক্ষণ করা হচ্ছে। এখন বিশ্বের ১৩৪টি দেশে নিয়মিত রপ্তানী হচ্ছে প্রাণ এগ্রো’র পণ্য।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি