ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চলন্তবাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার আরও ২ জন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মহাসড়কে উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইলের পুলিশ সুপার। এ নিয়ে বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

মঙ্গলবার দুপুরে এবিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন। এর আগে সোমবার রাতে নেত্রকোনার পুর্বধলা থেকে আলমগীরকে এবং আশুলিয়া থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ডাকাতির ঘটনার মূলহোতা আলমগীর ও তার ভাই ডাকাত দলের সদস্য রাজিব। তারা মানিকগঞ্জ জেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে মূলহোতা আলমগীরের বিরুদ্ধে ঢাকাসহ আশপাশের জেলায় আরও ৩টি ডাকাতি মামলা রয়েছে।

এসময় নগদ ৪ হাজার ২০০ টাকা, ১০টি মোবাইল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় বলেও জানান জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত প্রাথমিকভাবে ডাকাতির ঘটনার দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃত আদালতে প্রেরণের প্রক্রিয়া অব্যাহত আছে। আসামিদের জিজ্ঞাসাবাদসহ আরও জোরালো অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি