চলন্তিকা বস্তিতে আগুন : দগ্ধ পারভিনের মৃত্যু
প্রকাশিত : ১২:০২, ২৫ জানুয়ারি ২০২০
রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে লাগা আগুনে পারভিন (৩৫) নামে দগ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে মিরপুরের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই আগুনে পারভিন দগ্ধ হন। যদিও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আনুষ্ঠানিক ভাবে জানান হয়নি।
এসএ/
আরও পড়ুন