ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

চলাচলের অযোগ্য মাদারীপুরের ১০ কিলোমিটার আঞ্চলিক সড়ক

প্রকাশিত : ১৪:৫৩, ১২ এপ্রিল ২০১৯

সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মাদারীপুরের ১০ কিলোমিটার আঞ্চলিক সড়ক। রাস্তার পিচ উঠে গেছে অনেক আগেই। ধুলো আর খানাখন্দে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্না দিয়েও ফল পাননি এলাকাবাসী।

মাদারীপুরের পুরানবাজার কাঠপট্টি থেকে পাঁচখোলার বাংলাবাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসে যাতায়াতের জন্য পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা এই রাস্তা।

দীর্ঘদিন কোনো সংস্কার নেই। সড়কে বড় বড় গর্ত। এর মধ্যেই দুর্বিসহ চলাচল করছেন যাত্রীরা।

ভুক্তভোগীরা বলছেন, সড়কটির সংস্কার চেয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে অনেকবার আবেদন করা হলেও কোন ইতিবাচক সাড়া পাননি তারা।

এদিকে, বরাদ্দ পেলে দ্রুতই সড়কটির উন্নয়ন কাজ শুরুর করার কথা জানালেন এলজিইডি’র কর্মকর্তা।

এ সড়কের অসহনীয় ধুলোয় অতিষ্ট হাজারো মানুষ। বাড়ি, গাছপালা ছেঁয়ে গেছে ধুলোয়। বর্ষার আগে সড়কটি সংস্কার করার দাবি এলাকাবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি