ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চলে গেলেন এনবিআরের ডেপুটি কমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ৯ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার শুধাংশু কুমার সাহা। ২৭তম বিসিএসে প্রথম হওয়া এ মেধাবী কর্মকর্তা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন। গত দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।

এনবিআরের কর কমিশনার বজলুল কবির ভুঁইয়া মঙ্গলবার (৯ জুন) তারা মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুধাংশু কুমার সাহার স্ত্রী এবং ছয় বছরের কন্যাও করোনায় আক্রান্ত।

প্রসঙ্গত, গত চারদিন আগে করোনায় মারা গেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন রাজস্ব কর্মকর্তা। জানা গেছে, বর্তমানে রাজস্ব বিভাগে প্রায় ৭০ জন করোনায় আক্রান্ত।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি