ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

চলে গেলেন ‘কারাতে কিড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২৯ সেপ্টেম্বর ২০১৯

না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত মার্কিন অভিনেতা রব গ্যারিসন। মাত্র ৫৯ বছর বয়সে মারা গেলেন ‘কারাতে কিড’ বলে পরিচিত এই অভিনেতা।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে গ্যারিসনের পরিচিত রিক হেনরিক্স নামের এক ব্যক্তি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হেনরিক্স বলেন, আমি এবং যার সঙ্গে গ্যারিসন মিশেছে সবাই তাকে মিস করবে।

১৯৮৪ সালে ‘দ্য কারাতে কিড’ সিনেমায় টমি চরিত্রে অভিনয় করে খ্যাতি পান সেই সময়ের বালক গ্যারিসন। দুই বছর বাদে সিরিজের ‘দ্য কারাতে কিড পার্ট টু’তে অভিনয় করেন তিনি। সম্প্রতি ইউটিউবের অরিজিনাল সিরিজে ‘কোবরা কাই’তে কাজ করেছেন এ অভিনেতা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি