ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলে গেলেন পরিচালক গৌতম অধিকারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মারা গেছেন প্রযোজক-পরিচালক গৌতম অধিকারী (৬৭)। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্ত্রী রঞ্জনা এবং এক ছেলে, এক মেয়ে রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কিডনি প্রতিস্থাপনের জন্য তিনি কিছুদিন অসুস্থ ছিলেন। তবে পরের দিকে সুস্থ হয়ে উঠছিলেন। শুক্রবার রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

গৌতম অধিকারী এসএবি গ্রুপের চেয়ারম্যান এবং ডিরেক্টর ছিলেন। ১৯৮৫ সালে গৌতম এবং মার্কন্ড দুই অধিকারী ভাই যৌথ উদ্যোগে এই কোম্পানি শুরু করেছিলেন। সফল এই টেলিভিশন চ্যানেলের হাত ধরেই এসেছে বহু ধারাবাহিক, কমেডি শো।

সব থেকে বেশি ধারাবাহিক পরিচালনা করার জন্য তিনি Limca Books of Records 1999-এর তালিকাভুক্ত হন৷

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি