ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চাঁদপুরে ভিসতা শো’রুম উদ্বোধন করলেন ইলিয়াস কাঞ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৫ এপ্রিল ২০২৩

চাঁদপুরের বাগাদি চৌরাস্তা বাজারে ভিসতা শো’রুম উদ্বোধন করলেন ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

শুক্রবার বিকেলে ‘আরএম ইলেকট্রনিক্স- এর ওই ডিলার শোরুম উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভিসতা কোয়ালিটিতে বিশ্বাস করে। ইলিয়াস কাঞ্চনের কোম্পানি কাউকে ঠকাবে না। আমরা বাংলাদেশেই লেটেস্ট প্রযুক্তির সর্বোচ্চ মানের ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছি। দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিক্রি করছি। কোয়ালিটিতে বাংলাদেশে আমরাই সেরা।’ 

ভিসতা ইলেকট্রনিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, ‘ভিসতা অ্যান্ড্রয়েড টিভিতে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা দেশের অন্য কেউ এখনো চিন্তা করতে পারছে না। পরবর্তী প্রজন্মের পণ্য তৈরি করছে ভিসতা।’ 

ভিসতা পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম বলেন, ‘নিম্নমানের ইলেকট্রনিক্স পণ্য উচ্চ দামে কিনে প্রতারিত হচ্ছেন দেশের ক্রেতারা। তাদের উচিত যাচাই বাছাই করে কষ্টের টাকা দিয়ে সেরা মানের পণ্য কেনা।’ 

তিনি বলেন, ‘ভিসতা অ্যান্ড্রয়েড টিভি হচ্ছে বড় পর্দার মোবাইল ফোনের মতো। যা দিয়ে সব কাজই করা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান, সহকারী জজ মোস্তফা পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন,  নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেইন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি এবং নিরাপদ সড়ক চাই সদর উপজেলা কমিটির উপদেষ্টা রহিম বাদশা, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, এনটিভির জেলা প্রতিনিধি শরীফ আহমেদ, ব্যবসায়ী শফিক কবিরাজ, পশ্চিম সকদি আহমদিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন হিরো, নিরাপদ সড়ক চাই চাঁদপুর পৌর কমিটির আহ্বায়ক জুবায়দুর রহমান জহির, সদস্য সচিব নজির আহমেদ, চাঁদপুর  উইনার রোটারি ক্লাবের সভাপতি মাহমুদা খানম, মহিলা আওয়ামী লীগনেত্রী পারুল আক্তার প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক চাঁদপুর জমিন ও জাতীয় দৈনিক অনুপমা’র সম্পাদক ও প্রকাশক, ব্যবসায়ী ও রোটারিয়ান রোকনুজ্জামান রোকন।

শোরুম উদ্বোধন শেষে চাঁদপুর জমিন টাউয়ারে ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা বর্তমানে দেশের বাজারে উচ্চ মানের অ্যান্ড্রয়েড টেলিভিশন, রাউটার ও অ্যান্ড্রেয়েড প্রজেক্টর বিপণন করছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি