ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চাঁদের অদেখা অংশে অবতরণ করল চীনের রোবটযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ৩ জানুয়ারি ২০১৯

প্রথমবারের মতো চাঁদের অদেখা অংশে সফলভাবে অবতরণ করেছে চীনের একটি রোবটযান। চাং’ই-৪ নামের এ অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের অংশে রোবটযানটি পাঠানো হয়েছে, চাঁদের যে অংশটি কখনও পৃথিবীর দিকে ঘোরে না। ফলে চাঁদের ওই অংশটি নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেক দিনের।

গ্রিনিচ মান সময় ২ টা ২৬ মিনিটে মানবহীন নভোযানটি চাঁদের দক্ষিণ মেরুর অ্যাটকেন বেসিনে অবতরণ করেছে।

এই নভোযানটি চাঁদের ওই অঞ্চলের ভূতাত্ত্বিক অবস্থা চিহ্নিত করবে এমন যন্ত্রপাতি বহন করছে। একইসঙ্গে এটি জীববিদ্যা সংক্রান্ত পরীক্ষাও চালাবে।

চাঁদ নিয়ে গবেষণায় চীনের বিশাল কর্মসূচির অংশ হচ্ছে এই মিশন। গত ০৮ ডিসেম্বর দেশটির শিচ্যাং কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণ করা হয়। এরপর গত কয়েকদিনের দীর্ঘপথ চলা শেষ করে অবশেষ চাঁদের অদেখা অংশে নেমেছে জন্য চাং’ই-৪।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি