ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদের পাথর নিলামে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিলাম হবে চাঁদের পাথর। ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। এমন বিশাল আকারের চাঁদের টুকরার দাম নিলামে আকাশছোঁয়া হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। ওই পাথরের দাম উঠতে পারে ৫ লক্ষ ডলার।

সারা বিশ্বে এর থেকে বড় চাঁদের টুকরা আর পাওয়া যায়নি। বস্টনে অবস্থিত এক মার্কিন নিলাম সংস্থা ওই নিলামের আয়োজন করেছে। অনলাইনে ওই নিলাম হবে বলে জানা গেছে।

এই চাঁদের পাথর পৃথিবীতে এসেছিল বহু বছর আগে, চাঁদের সঙ্গে কোনও ধূমকেতুর সংঘর্ষের ফলে। বিভিন্ন সময়ে চাঁদের পাথর পাওয়া গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে। কিন্তু এত বড় টুকরা এর আগে পাওয়া যায়নি।

মোট ৬টি টুকরা রয়েছে ওই চাঁদের পাথরে। যার মধ্যে সব থেকে বড় টুকরোটির ওজন প্রায় ৩ কেজি। 

কারা কিনতে পারে এই পাথর? এক ঐতিহাসিক মিউজিয়ামের কথা শুনা যাচ্ছে। ওই মিউজিয়াম ছাড়াও কোনও কোনও সৌখিন ধনী ব্যক্তিও টার্গেট করতে পারেন চাঁদের টুকরাকে। হাজার হোক, হাতে চাঁদ পাওয়া বলে কথা। ক্ষমতায় কুলোলে কে চাইবে না সেই স্বপ্ন সত্যি হোক। 

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি