ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদে ভূমিকম্প!

প্রকাশিত : ১৫:১৫, ১৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

পৃথিবীর মতো সক্রিয় কোনও টেকটনিক প্লেট নেই চাঁদে। তাই ভূমিকম্প হওয়ার কোনও কারণ নেই পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে। কিন্তু সম্প্রতি নাসার বিজ্ঞানীদের চোখে চাঁদে ভূমিকম্প হওয়ার চিহ্ন ধরা পড়েছে।

শুধু তাই নয় বিজ্ঞানীরা জানাচ্ছেন, কয়েকশো মিলিয়ন বছর ধরে চাঁদ ধীরে ধীরে আরও ঠাণ্ডা হচ্ছে। আর এ কারণে এটি ক্রমশ সংকুচিত হচ্ছে।

গত কয়েকশো কোটি বছরে চাঁদের আয়তন ১৫০ ফুট কমেছে বলে গবেষণায় জানা গেছে। নাসার স্যাটেলাইট এলআরও-র পাঠানো ছবি দেখে এই সিদ্ধান্তে এসেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

মোট ১২ হাজার ছবির ওপর সমীক্ষা চালানো হয়। আরও দেখা গেছে যে চাঁদের উত্তর মেরুর কাছে লুনার বেসিন মারে ফ্রিগোরিস বেশ খানিকটা সরে গেছে এবং এর গায়ে ফাটলও দেখা গেছে।

চাঁদের ছোট হয়ে যাওয়ার কথা নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত হয়েছে। অ্যাপোলো মহাকাশচারীরা ১৯৬০ সাল থেকে এই বিষয়ে গবেষণা করছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি