ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদে মিলল কাঁচের গোলক, এল কোথা থেকে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কাঁচের গোলক মিলল চাঁদে। একটি নয়। দু’টি কাঁচের গোলককে পড়ে থাকতে দেখা গেল চাঁদের বুকে শুকনো খরখরে ধূসর রঙের ধুলোর উপরে। মার্বেলের মতো। দু’টি গোলকই স্বচ্ছ। চাঁদের যে পিঠটি পৃথিবী থেকে দেখা যায় না সেই দিকেই পড়ে রয়েছে গোলকদু’টি।

চীনের পাঠানো ‘ইয়ুতু-২’ রোভারের চোখে ধরা পড়ল চাঁদের বুকে ছড়িয়ে থাকা গোলকদু’টি।

এই আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স বুলেটিন’-এ।

তবে সেই অত্যন্ত স্বচ্ছ গোলকদু’টি ঠিক কী কী পদার্থে তৈরি তা বুঝে ওঠা এখনও সম্ভব হয়নি চীনা রোভারের। তবে কাঁচের এই দু’টি গোলক থেকে চাঁদের ইতিহাস জানা সম্ভব হতে পারে বলে বিশ্বাস জ্যোতির্বিজ্ঞানীদের।

চাঁদের বুকে রাশি রাশি ধুলোর মধ্যে রয়েছে প্রচুর সিলিকেট। যা ভূপৃষ্ঠেও রয়েছে প্রচুর পরিমাণে। বিশেষ করে মরুভূমিতে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় এমন ধরনের পদার্থ। সেগুলি চিকচিক করে মরুভূমিতে।

চাঁদের বুকেও কাচের দু’টি গোলককে তেমনই চিকচিক করতে দেখেছে চিনা রোভার, বহু দুর থেকে। বিজ্ঞানীদের অনুমান, এই গোলকদু’টিও তৈরি হয়েছে সিলিকেট জাতীয় পদার্থ থেকেই।

বায়ুমণ্ডলহীন চাঁদে প্রখর সূর্যের প্রচণ্ড তাপে তা কাচে পরিণত হয়েছে। অতীতে কোনও উল্কাপিণ্ড এসে আছড়ে পড়ার ফলে তার অভিঘাতে যে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়েছিল তাতেও চাঁদের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলিকেট জাতীয় পদার্থ কাঁচে পরিণত হতে পারে।

চাঁদে অতীতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বহু বার। আর তা ছিল বেশ ভয়ঙ্করও। এই সবের কিছু কিছু প্রমাণ আগে মিলেছে। তাই চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা এও মনে করছেন, সেই সব অগ্ন্যুৎপাতের ফলেই চাঁদের অন্দর থেকে উঠে আসতে পারে এমন কাঁচজাতীয় পদার্থ।

কাঁচজাতীয় পদার্থ এর আগেও দু’-এক বার মিলেছিল চাঁদের বুকে। কিন্তু সেগুলির কোনওটাই গোলকাকৃতি ছিল না। আকারে এত বড়ও ছিল না। এই দু’টি কাঁচের গোলকের ব্যাস ১৫ থেকে ২৫ মিলিমিটারের মধ্যে। এমন আরও চারটি কাঁচের গোলক দেখতে পেয়েছে চিনা রোভার। তবে সেগুলির স্বচ্ছতা কতটা তা বুঝে ওঠা যায়নি। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি