চাঁদ দেখার পরপরই রোজার প্রস্তুতি শুরু
প্রকাশিত : ০৯:২১, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩২, ৭ জুন ২০১৬
শুরু হয়েছে সংযমের মাস পবিত্র মাহে রমজান। বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার পরপরই শুরু হয় রোজার প্রস্তুতি। রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বেশিরভাগ মানুষ বাসা-বাড়ীতে সেহরি খেলেও, অনেকেই ভিড় করেন রেস্তোরায়। তবে, প্রথম দিনে রেস্তোরাগুলোতে ভিড় ছিল তুলনামূলক কম।
রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান।
বাংলাদেশের আকাশে হিজরী ১৪৩৭ সালের রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরই ঘরে ঘরে শুরু হয় রোজার প্রস্তুতি। তারাবীর নামাজ আদায় করেন মুসল্লীরা।
শেষ রাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা শুরু করেন।
সেহরি খেতে অনেকেই রেস্তোরায় ভিড় জমান। তবে, প্রথম রমজানে গুলশান-বনানী এলাকায় ভিড় ছিলো তুলনামূলক কম।
সারা বছরই রাতের বেলায় জমজমাট থাকা পুরনো ঢাকার রেস্তোরাগুলোতে সেহরি উপলক্ষে ছিলো বিশেষ আয়োজন। অনেকেই পরিবার- পরিজন নিয়ে আসেন সেহরি খেতে।
রেস্তোরা কর্তৃপক্ষ বলছে, পরের দিকে ভিড় বাড়বে বলে আশা তাদের।
পুষ্টিগুণ বিবেচনায় রেখে খাবার তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন রেস্তোরা সংশ্লিষ্টরা।
আরও পড়ুন