ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ২দিনে ৭ জঙ্গি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১২ মে ২০১৭ | আপডেট: ১৯:১২, ১২ মে ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে গত দু’দিনের অভিযানে জেএমবি’র ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সাড়ে ৫২ কেজি বিস্ফোরক পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গান পাউডার ও ২২টি জেহাদী বই।
শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এসব তথ্য জানান। নাচোল থেকে গ্রেফতার ৪ জনের তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয় বলেও এ’সময় জানান তিনি। নাচোল থেকে গ্রেফতাররা হলো- জেএমবি সদস্য হারুন, কামাল ওরফে সরকার, নাসিম ওরফে শাহিন ও ফিরোজ। এছাড়া বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের কানসাট থেকে বাবু ও আজিজুল এবং দেবীনগর ফাটাপাড়া থেকে হাকিম নামে ৩ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি